বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ইতালির মিলানে বাংলা একাডেমির আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত শনিবার একাডেমির হলরুমে সাবরিন জাহান শিমু ও রুবাইয়া আক্তার মিমের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে একাডেমির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সেলিনা আক্তার। অনুষ্ঠানে ভাষা আন্দোলনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুলতানা খান, মনির হোসেন, সুনন্দা, রাকিবুল হাসান সোহান, রেজা রাব্বি। কবিতা আবৃতি করে শিশু শিল্পী মুন।
একুশের অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরো বিডিনিউজের সম্পাদক সাইফুর রহমান সাগর ও কুমিল্লা কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের মনে ও পোশাকে ছিল একুশের চেতনার ছাপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা অ্যাসোসিয়েসনের সভাপতি শাহ আলম, কুমিল্লা অ্যাসোসিয়েসনের উপদেষ্টা আব্দুল খালেক রিন্টু, স্টুডেন্ট অ্যাসোসিয়েসনের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলম, বিএনপির সহ সভাপতি ফারুক খান, শাহ আমানত উল্লাহ রাজু, মোস্তফা।
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মিলানে শুক্রবার সকালে স্থানীয় কায়াচ্ছতে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মিলান আওয়ামী লীগ, মিলান বিএনপি, মিলান যুবলীগ, কুমিল্লা সমিতি, মহিলা সমিতি, ঢাকা সমিতি, সিলেট সমিতি, সুনামগঞ্জ সমিতি, সংবাদ কর্মীসহ অনেক আঞ্চলিক সংগঠনের নেতারা।
বিকালে মিলান দুতাবাসে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। দুতাবাসের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল দেওয়ান হোসেন আইয়ুব এতে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মিলানের, মুক্তিযুদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ প্রবাসীরা অংশগ্রহণ করেন।