শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মিরাজদের প্রস্তুতি ম্যাচ এবার মিরপুরে

মিরাজদের প্রস্তুতি ম্যাচ এবার মিরপুরে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: আগামী ২৭ জানুয়ারিতে বাংলাদেশে বসবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। হাতে মাত্র এক মাসের মতো সময় বাকি আছে। তাই এবার দেশের মাটিতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এরই মধ্যে নিবিড় অনুশীলনে মত্ত আছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।

সেই ধারবাহিকতায় এবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে মেহেদি হাসান মিরাজের দল। যদিও এর আগে ফতুল্লায় বিসিবির আমন্ত্রিত একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে। মিরপুরে বিসিবির আমন্ত্রিত একাদশের বিপক্ষে বুধবার এবং বৃহস্পতিবার দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে যুবাদের। এই দুটি প্রস্তুতি ম্যাচকে সমানে রেখে মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং করেছেন মিরাজ-শান্তরা।

এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে সহজ জয় পেলেও দ্বিতীয়টিতে চার উইকেটে পরাজিত হেরে যায় যুবারা। আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠবে। তাই এর আগে যুবাদের প্রস্তুতিতে কোনোরকম ঘাটতি রাখতে চাচ্ছে না বিসিবি।

এদিকে মূল লড়াইয়ের আগে আগামী ২৩ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ার্মআপ ম্যাচ খেলতে নামবে মিরাজবাহিনী। আর ২৫ জানুয়ারি একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ার্মআপ ম্যাচ খেলতে নামবে স্বাগতিকরা। এরপরই ২৭ জানুয়ারি বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠবে। বাংলাদেশ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ছাড়াও রয়েছে নামিবিয়া ও স্কটল্যান্ড।