স্টাফ রিপোর্টার ॥ গণমাধ্যমের শক্তিশালী ভূমিকায় ১০ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট কাটবে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অব. এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)র ক্যাফেটেরিয়ায় ‘গণতন্ত্র, নির্বাচন, রাজনৈতিক সংকট: গণমাধ্যমের ভূমিকা’শীর্ষক সেমিনারে এক বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “দেশের মিডিয়া যদি সঠিক হয় তবে রাষ্ট্রপতি পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হবেন। তবে বাংলাদেশের গণমাধ্যম তাদের যথাযথ দায়িত্ব পালন করে না। তারা দলীয়স্বার্থে প্রভাবিত হয়।”
আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, “নির্বাচন নিয়ে পরিস্থিতি সংকটময় হচ্ছে। নির্বাচনের জন্য এমন একটি প্রশাসন গঠন করতে হবে, যার ওপর মানুষ আস্থা রাখতে পারে এবং একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন। নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর দায়দায়িত্ব নিতে হবে রাজনৈতিক নেতাদের।”এএইচ