শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মা দিবসে ধর্ষণ রুখে দেয়ার আহ্বান সৌদি আরবে

মা দিবসে ধর্ষণ রুখে দেয়ার আহ্বান সৌদি আরবে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

সৌদি আরব : আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে পৃথিবীর সকল মায়েদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নারী নির্যাতন, খুন-ধর্ষণ রুখতে সবাইকে এগিয়ে আশার পাশাপাশি প্রত্যেক জেলায় সেল স্থাপনের দাবি জানিয়েছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।

রোববার (৮ মে) সৌদি আরবের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় তারা এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ আল-আমীন।

ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফোরামের সাংগঠনিক সম্পাদক এমএইচ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত নিরব, দফতর সম্পাদক রুবেল হোসেন, প্রচার সম্পাদক সাইফুল অপূর্ব, ধর্ম সম্পাদক ওমর তালুকদার, সহ তথ্য বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিশেষ একদিন নয়, মাকে প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে সম্মান ও স্মরণ করতে হবে। মায়ের তুলনা পৃথিবীতে অদ্বিতীয়। মায়ের মমতা, যতœ, ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সন্তানের কাছে মায়ের আশ্রয়ই নিরাপদ। মাকে সত্যিকারভাবে সম্মান এবং মায়ের প্রতি প্রত্যেক সন্তানের সামর্থ্য অনুযায়ী কর্তব্য সম্পাদন করা একান্ত দায়িত্ব ও কর্তব্য।

প্রতিনিয়ত দেশে যে হারে নারী নির্যাতন হচ্ছে তাতে উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, ওই নির্যাতিত নারীরাও মা। নারী নির্যাতন রুখতে যার যার অবস্থান থেকে এগিয়ে এসে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। বাংলামেইল২৪ডটকম