শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শিক্ষাঙ্গন > মাস্টার্সে পাসের হার ৭২.২৫ শতাংশ

মাস্টার্সে পাসের হার ৭২.২৫ শতাংশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৭২ দশমিক ২৫ শতাংশ।

প্রকাশিত ফল সন্ধ্যা ৭টা থেকে যে কোনো মোবাইল ফোন থেকে SMS এর মাধ্যমে NU<space>MF<space>Roll লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।

এ পরীক্ষায় ৩১টি বিষয়ে সারা দেশের ১৪৪টি কলেজের ১ লাখ ৬৬ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১ লাখ ২০ হাজার ৩১ জন উত্তীর্ণ হয়েছে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।