বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মাস্টার্সের শিক্ষার্থীরাও পাবেন প্রধানমন্ত্রীর বৃত্তি

মাস্টার্সের শিক্ষার্থীরাও পাবেন প্রধানমন্ত্রীর বৃত্তি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : স্নাতক শ্রেণির পাশাপাশি স্নাতকোত্তরের শিক্ষার্থীদেরও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বৃত্তি দিতে আইন সংশোধন করেছে সরকার।

সোমবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন’ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে স্নাতক শ্রেণি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা ছিল। আইন সংশোধন করে স্নাতকোত্তর পর্যায়ে মাস্টার্স, এমফিল ও পিএইচডি’র বৃত্তি প্রদান করার ব্যবস্থা রাখা হয়েছে। এ আইনের অধীনে নীতিমালা প্রণয়নেরও ক্ষমতা দেয়া হয়েছে।