শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > মাশরাফির জন্য ভোট চাইতে নড়াইল এসেছি: ছাত্রলীগ সভাপতি

মাশরাফির জন্য ভোট চাইতে নড়াইল এসেছি: ছাত্রলীগ সভাপতি

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
এখনও নির্বাচনী প্রচারে নামতে পারেননি নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা।

এখনও মনোনিবেশ তার ২২ গজের মাঠে।

ডিসেম্বরের শুরুতে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছিলেন-ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা শেষ করেই তিনি তার এলাকায় ফিরে নির্বাচনী প্রচারে নামবেন-এর আগে নয়।

মাশরাফিকে এখনও সেভাবে রাজনীতির মাঠে দেখা না গেলেও তার পক্ষে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা প্রচারে নেমেছেন।

এবার সে প্রচারে অংশ নিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফির পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন তিনি।

গতকাল বুধবার রাতে ‘জয়তু তারুণ্য’ নামের একটি সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে নড়াইল শহরের চিত্রা নদীর বাধাঘাট চত্বরে নৌকা প্রতীকের প্রচারকেন্দ্রে মাশরাফির পক্ষে ভোট চান রেজওয়ানুল।

অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাশরাফিকে ক্রিকেটের বাইরেও একজন অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘মাশরাফি ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। তিনি জাতির সম্পদ। তার জন্য ভোট চাইতে ঢাকা থেকে নড়াইলে চলে এসেছি।’

রেজওয়ানুল বলেন, নড়াইলবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন বলে তার আশা।

এ সময় তিনি নড়াইলের অন্যসব আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনে সাহায্য করতে আহ্বান জানান।

মাশরাফির জন্য ভোট চাইছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি মো. আশরাফুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, নড়াইল পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু প্রমুখ।

উল্লেখ্য, ইতিমধ্যে ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলবাসীর কাছে মাশরাফির পক্ষে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, মাশরাফি বাংলাদেশের সম্পদ। আমি চাই আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন।