শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মালয়েশিয়ায় যুবলীগের ৯০ সদস্যের প্রতিনিধি দল

মালয়েশিয়ায় যুবলীগের ৯০ সদস্যের প্রতিনিধি দল

শেয়ার করুন

বাংলাভূািম২৪ ডেস্ক ॥
ঢাকা : যুবলীগের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান যুবজাগরণে যোগ দিতে মালয়েশিয়ায় গেছেন সংগঠনের ৯০ সদস্যের প্রতিনিধিদল।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের নেতৃত্বে শনিবার ওই প্রতিনিধি দল মালয়েশিয়া যায়।
যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১০টার ফ্লাইটে নেতৃবৃন্দ মালয়শিয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। মালয়শিয়া যুবলীগের আমন্ত্রণে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিদেশ সফর করছেন।
সফর শেষে আগামী ৯ ডিসেম্বর দেশে ফিরবেন যুবলীগ চেয়ারম্যান। চেয়ারম্যানের অনুপস্থিতিতে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত।
এই সফর নিয়ে যুবলীগ নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। যুবলীগের এত বড় প্রতিনিধিদল এই প্রথম বিদেশ সফর করছেন। যুবলীগ চেয়ারম্যান কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মালয়েশিয়ার সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণে নেতাদের কোনো সীমাবদ্ধতা রাখেননি। সংগঠনের নেতারা নিজ খরচে মালয়েশিয়া সফর অংশ নিতে পারবেন।