শুক্রবার , ১৫ই নভেম্বর, ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > প্রবাস > মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সময় বাড়লেও অভিযোগ শ্রমিকদের

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সময় বাড়লেও অভিযোগ শ্রমিকদের

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী হিসেবে বাংলাদেশি শ্রমিকরা ৩১ ডিসেম্বরের মধ্যে রিহায়ারিংয়ের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পেয়েছে। তবে সময় বাড়ালেও অভিযোগ রয়েছে শ্রমিকদের। তারা বলছে সাময়িক বৈধতার জন্য ই-কার্ডে আবেদন করার সময় দেয়া ৬শ রিঙ্গিত ই-কার্ড বাতিল করার সময় ফেরত পাবে না তারা।

জুড়ালো ভাবেই হয়েছে মালয়েশিয়া সরকারের সাঁড়াশি অভিযান। দেশটির সরকারের ঘোষণা অনুযায়ী অবৈধ অভিবাসী ধরতে চালানো সাঁড়াশি অভিযানে গেলো তিনদিনে মোট আটকের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫০৯ জন এরমধ্যে ৭৫২জনই বাংলাদেশি। এতে বিভিন্নদেশের শ্রমিকদের সাথে বিপাকে পড়েন বাংলাদেশের শ্রমিকরাও। মালয়েশিয়া সরকারের নতুন অভিবাসী আইন পঞ্চান্ন বিএ ১৯৫৯ বাই ৬৩ ধারা অনুযায়ী ৩০ জুনের পর কোনো অবৈধ শ্রমিক কাজের পারমিট বা ই-কার্ড ছাড়া কাজ করলে তার বিরুদ্ধে আইনানুন ব্যবস্থা নেয়া হবে। এ ঘোষণার পরই কাগজপত্র ছাড়া শ্রমিকদের বের করে দেন কোম্পানির মালিকেরা। অনেকেই নিরাপত্তার কারণে বেছে নেন মালয়েশিয়ার বন জঙ্গল। বাংলাদেশ হাইকমিশনার সূত্র জানিয়েছে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

বাংলাদেশ হাইকমিশনার সূত্র আরো জানান, আলোচনার প্রেক্ষিতে অবৈধ শ্রমিকদের সাময়িক বৈধতা হিসেবে ইনফোর্সম্যান কার্ড বা বা ই-কার্ড করার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িছে সে দেশের সরকার ।

এ প্রেক্ষিতে শ্রমিকদের এমন পরিস্থিতিতে ৩১ ডিস্মেবরের মধ্যে শ্রমিকদের রিহায়ারিংয়ের মাধ্যমে বৈধ হওয়ার আহ্বানও জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশনারের শ্রম কাউনসিউলার।

তবে সময় বাড়ালেও অভিযোগ শ্রমিকদের। তারা বলছে সাময়িক বৈধতার জন্য ই-কার্ডে আবেদন করার সময় দেয়া ৬শ রিঙ্গিত অর্থ ই-কার্ড বাতিল করার সময় ফেরত পাবে না তারা। আর অভিযানের সময় নানা রকম হয়রানির সাথে বৈধ অবৈধ বিচার না করেই আটক করা হচ্ছে বলেই অভিযোগ শ্রমিকদের।

সূত্র : নিউজ ২৪ টিভি