বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: মালদ্বীপে খাবার পানির সঙ্কট দেখা দেয়ায় দেশটিতে একশ টন বিশুদ্ধ খাবার পানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে লবণাক্ত মুক্ত পানির জন্য পাঁচটি ‘প্ল্যান্ট’ও পাঠানো হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
শনিবার মালদ্বীপের কেন্দ্রীয় পানি শোধানাগারে আগুন লাগায় দেশটিতে তীব্র পানির সঙ্কট দেখা দেয়। তাৎক্ষণিক জরুরি অবস্থা জারি করা হয় ভারত মহাসাগরের এ দ্বীপ রাষ্ট্রটিতে। এ জরুরি অবস্থার উন্নতিতে বাংলাদেশের পক্ষ থেকে পানি ও পানির প্ল্যান্ট পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ নৌ বাহিনীর ব্যবস্থাপনায় দ্রুত দেশটিতে পানি পৌঁছানো হবে।
প্রসঙ্গত, পানি শোধানাগারে আগুন লাগার পর থেকে রাজধানী মালের এক লাখ বাসিন্দার পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। নাগরিকদের খাবার পানির চাহিদা মেটাতে বোতলজাত পানি বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত তিনটি বিমানে করে দেশটিতে বোতলজাত পানি পাঠিয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় মালদ্বীপ সরকার শ্রীলঙ্কা, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে। এই দ্বীপ রাষ্ট্রটিতে কোনো প্রাকৃতিক নদী নেই। তাই মালদ্বীপকে কৃত্রিম উপায়ে লবণাক্ত পানি পরিশোধন করে খাবারযোগ্য পানি সংগ্রহ করতে হয়।