রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > মার্কেটগুলো সেজেছে নানান রূপে > ঈদ শেষেই হতেই শুরু পূজার প্রস্তুতি

মার্কেটগুলো সেজেছে নানান রূপে > ঈদ শেষেই হতেই শুরু পূজার প্রস্তুতি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
এই তো কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা শেষ হলো। এরই মধ্যে হিন্দু ধর্মীদের পূজা শুরু হতে যাচ্ছে। পূজা উপলক্ষে নতুন রুপে সাজান হয়েছে পোশাক ও গয়নার দোকানগুলো।

পূজার কেনাকাটা জমে না উঠলে ও অনেকে ক্রয় করে নিচ্ছে নিজের পছন্দের পোশাক ও গয়না। জামা-কাপড় ও গয়নার সাথে মিলিয়ে কিনছেন জুতা। ক্রেতাদের চাহিদা পূরনের জন্য বিভিন্ন নামী-দামি ফ্যাশন হাউজগুলো বাজারে নিয়ে এসেছেন রং-বেরংয়ের নানান ডিজাইনের কাপড়। ফ্যাশন হাউজগুলো সাজানো হয়েছে নতুন রুপে।

বাজারে আসছে দেবী দুর্গা, সরস্বতী, গণেশ ও নামাবলি অঙ্কিত কয়েকটি ডিজাইনের শাড়ি, থ্রিপিস ও পাঞ্জাবি। রঙের ক্ষেত্রে হলুদ, লাল, বাসন্তী ও সাদার প্রাধান্য বেশি। এর বাইরে আছে বিশেষ ডিজাইনের পায়েল, কানের দুল, কাঠের পুতির মালা।

আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মহালয়া। আর ২৬ সেপ্টেম্বর হবে ষষ্ঠী পূজা। সেই উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেটগুলো সেজেছে নানান রূপে। ফ্যাশন হাউস গুলোতেও শুরু হয়েছে প্রস্তুতি।

পোশাক তৈরি প্রতিষ্ঠান গুলো গতবারের মতো এবারও এই উৎসব সামনে রেখে নতুনত্ব নিয়ে হাজির হয়েছে। ফ্যাশন হাউজ ছাড়া ও অনলাইন শপিং গুলো বাহারি রংয়ের পোশাক নিয়ে রাঙ্গিয়ে তোলেন অনলাইন ব্যবসাকে।

ধানমন্ডির সাত রাস্তার বিভিন্ন ফ্যাশন হাউজে ঘুরে দেখা যায়, এবারের পূজায় তাঁরা মেয়েদের শাড়ির ক্ষেত্রে অফ হোয়াইট ও লাল রঙের ভেলভেট পাড়ের, সেলোয়ার কামিজের ক্ষেত্রে এমব্রটারি ও বুটেকস।

ছেলেদের জন্য থাকছে বিস্কুট কালারের পাঞ্জাবি, সঙ্গে মেরুন পাড়, টি-শাট তো থাকছেই। এছাড়া বড়দের পাশাপাশি ছোটদের জন্য থাকছে নানান ডিজাইনের ধুতি।