আন্তর্জাতিক ডেস্ক ॥
ভ্যানেসা ও’ব্রিয়েন নামে ৫২ বছর বয়সী একজন মার্কিন নারী পর্বতারোহী বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কে-২ জয় করেছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এটির উচ্চতা ২৮,২৫১ ফুট। চীন-পাকিস্তান সীমান্তে পাকিস্তানের বালটিস্তানে কে-২ শৃঙ্গের অবস্থান।
ফোর্বস ম্যাগাজিনের বরাত দিয়ে পাকিস্তানের ডন পত্রিকার খবরে বলা হয়, ভ্যানেসা হলেন প্রথম মার্কিন নারী যিনি বিশ্বের এই সবচেয়ে বিপজ্জনক পর্বতশৃঙ্গ জয় করলেন। এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বিশ্বাসঘাতক পর্বতশৃঙ্গ, কারণ এটি জয়ের জন্য আসা পর্বতারোহীদের মধ্যে প্রতি চারজনে একজন মৃত্যুবরণ করেন।
পাকিস্তানের অ্যালপাইন ক্লাব রোববার জানিয়েছে, ভ্যানেসা গত শনিবার কে-২ শৃঙ্গে আরোহন করেন এবং একই দিন সেখান থেকে নেমে আসতে শুরু করেন। তিনি এর আগেই এভারেস্ট জয় করেছেন।
ভ্যানেসা স্কটল্যান্ড, চীন, নরওয়ে, পাকিস্তান ও নেপালের একদল পর্বতারোহীকে নেতৃত্ব দেন। তিনি কে-২তে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
কে-২ জয়ের পর ও’ব্রিয়েন এক টুইটে তাকে দেয়া আতিথেয়তার জন্য পাকিস্তানের প্রশংসা করেন। তিনি বলেন, এটি বিশ্বের সব নারীর জন্য একটি গর্বের দিন।
নিউইয়র্কের সাবেক ব্যাংকার ও’ব্রিয়েন যুক্তরাষ্ট্র-নেপাল পর্বতারোহী সমিতির অবৈতনিক রাষ্ট্রদূতও।
সূত্র: ডন