শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মানুষের মতো শিখবে মেশিন

মানুষের মতো শিখবে মেশিন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

বিজ্ঞানীরা এমন একটি মেশিন উদ্ভাবন করেছেন যেটা মানুষের মস্তিষ্কের মতোই নতুন তথ্য সম্পর্কে শিখতে পারে। কৃত্রিম যন্ত্রে মানব মস্তিষ্কের মতো বুদ্ধি ধারণ বিজ্ঞানের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি। মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা এমন তথ্যই জানিয়েছেন। এএফপি। একটি বিজ্ঞানবিষয়ক পত্রিকায় একে একটি কম্পিউটার মডেল হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়, এর মাধ্যমে বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিবৃত্তি সৃষ্টির ক্ষেত্রে এগিয়ে গেলেন। প্রতিবেদনটিতে বলা হয়, এ কম্পিউটার মডেলটি মানুষের মতো একটি উদাহরণ থেকে নতুন নতুন ধারণা শিখতে সক্ষম। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, যদিও প্রাথমিক পর্যায়ে মডেলটি এখন শুধু অক্ষর থেকে লেখা শিখতে পারে। তবে ভবিষ্যতে এটা নাচ, সংকেত, অঙ্গভঙ্গি, কথা বলা ও ইঙ্গিত ভাষার মতো চিহ্নভিত্তিক জিনিসও শিখতে পারবে।
ম্যাসাচুসেটস ইন্সটিটিউ ফর টেকনোলোজির (এমআইটি) প্রফেসর জশুয়া তেনেনবাউয়াম জানান, তিনি এমন একটি মেশিন তৈরি করতে চান যেটা বালক-বালিকাদের মানসিক সামর্থ্যকে অনুকরণ করতে সক্ষম।