রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মানুষের আস্থা অর্জনে ব্যর্থ সরকারি অফিসগুলো

মানুষের আস্থা অর্জনে ব্যর্থ সরকারি অফিসগুলো

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : দুদক কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, এ পর্যন্ত মোট ১৩টি গণশুনানি হয়েছে। কোনো গণশুনানিতেই সরকারি অফিসগুলোর সেবা নিয়ে ভাল মন্তব্য শুনিনি।

‘তারা এখনও সেবাগ্রহীতার আস্থা অর্জন করতে পারেনি। আর আস্থা অর্জন না করতে পারলে এসব অফিস থেকে কী লাভ?’ বলেন নাসিরউদ্দিন।

সোমবার কাকরাইলে আইডিইবি ভবনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) কার্য্ক্রম নিয়ে ১৩তম গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘গণশুনানি হচ্ছে দুর্নীতি প্রতিরোধমূলক কর্মসূচি। এর মাধ্যমে সরকারি অফিসগুলো সেবার মান উন্নয়নের চেষ্টা করছে। এর পাশাপাশি দুদক দুর্নীতি দমন ও প্রতিকারের কাজটিও করে থাকে। সেক্ষেত্রে দুর্নীতিবাজদের হুঁশিয়ারি করে দিতে চাই, কেউ দুর্নীতি করলে তাকে ছাড় দেয়া হবে না।’

দুদক কমিশনার বলেন, ‘জনগণ সাংবিধানিকভাবে সেবা পাওয়ার অধিকার রাখে। জনগণের টাকায় এসব সরকারি অফিস চলে। তাই তাদের সেবার মান আরো বাড়াতে হবে। আমরা সরকারি অফিসগুলোর সেবা নিয়ে গণশুনানি করছি। পাশাপাশি তার সেবাগ্রহীতার ভোগান্তি কমাতে প্রতিনিয়ত ফলোআপ রাখার চেষ্টা করা হচ্ছে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘বিআরটিএ’র অফিসে ভোগান্তি রয়েছে। তবে অনেক সময় মিথ্যা অভিযোগ নিয়ে এসে বিআরটিএ অফিসকে হয়রানি করার নজির আছে।’

দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, জাইকা প্রতিনিধ হিরোকি ওটানাবি ও দুদক মহাপরিচালক ফরিদ আহমদ ভূঁইয়া।

সোমবারের গণশুনানিতে বিআরটিএ’র মেট্রো সার্কেল উত্তর, সার্কেল দক্ষিণ সার্কেল-৩ এর কর্মকর্তা ও সেবাগ্রহীতা অংশগ্রহণ করেছেন।