বাংলাভূমি২৪ ডেস্ক ॥ লুসম (LUSOM) ষষ্ঠবারের মতো সিডনির ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল ক্যাম্পাসে সকালের নাস্তার আয়োজন করে। এই শীতের সকালে যারা শীতের পিঠা ভালবাসেন, সকালের নরম রোদে ধূমায়িত চায়ের কাপ হাতে করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পছন্দ করেন, প্রিয়জনকে পাশে নিয়ে পছন্দের সব গান শুনতে ভালবাসেন, এই পৃথিবীকে ‘টু মেক ইট এ বেটার প্লেস ফর ইউ অ্যান্ড ফর মি অ্যান্ড ফর দ্য এন্টার হিউম্যান রেস’ (To make it a better place for you and for me and for the entire human race) তাদের ঘিরে আয়োজিত হয়েছিল এই প্রাণবন্ত অনুষ্ঠানটি।
রোববার সকাল ১০টা থেকেই অনুষ্ঠান প্রাঙ্গণ অংশগ্রহণকারী আর ক্রেতা দর্শকদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে। স্টলগুলোতে নানা ধরনের মুখরোচক আর সুস্বাদু পিঠাসহ পরাটা, মাংস, ভাজি লাবরা, কাবাব ও বিভিন্নপদের মিষ্টির ছিল বিশাল সমাহার। এই মেলা থেকে বিক্রিত অর্থ ক্যানসার কাউনসিলে প্রদান করা হবে। অনুষ্ঠানটির মুখ্য স্লোগান ছিল ‘আমাদের আমরণ লড়াই ক্যানসারের বিরুদ্ধে আর মানবতার সাহায্যার্থে’।
সংস্থার কর্ণধার মিসেস রোকেয়া আহমেদ বলেন, লুসম (LUSOM) মানে লেট আস সেভ আওয়ার মানি (Let Us Save Our Money)। আমদের এই ফান্ড শেপিংয়ের মধ্যে সেভিংস, ইনভেস্টমেন্ট এবং চ্যারিটি অন্তর্ভুক্ত। এই কষ্টার্জিত আয়কে নিজেদের এবং অন্যের কল্যাণে ব্যয় করা। তাই লুসমের (LUSOM) সব নারী সদস্যরা অপচয়কে কমিয়ে সংসারের ব্যয়ভার থেকে প্রতিমাসে কিছু সঞ্চয় করে সেই সম্মিলিত অর্থ প্রবৃদ্ধিমূলক প্রকল্পে বিনিয়োগ করে। পাশাপাশি যতদূর সম্ভব জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে মানবতার সেবা করে থাকে। সোজা কথায় লুসমের (LUSOM) পলিসি হলো- লাইভ অ্যান্ড লেট আদার লিভ (Live and Let others live)’
তিনি আরও বলেন, ‘এই পলিসি থেকেই লুসম গত পাঁচ বছরে বিভিন্ন চ্যারিটি ও ফান্ডরেইজিং কাজে অংশ নিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো- অস্ট্রেলিয়া বিগেস্ট মরনিং টির (Australian Biggest Morning Tea) আয়োজন, ক্যাম্পবেল টাউন বাংলা স্কুলের ফান্ডরেইজিং এ সহায়তা করা এবং অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির মিন্টু মসজিদ প্রকল্পে অনুদান।’ বাংলামেইল২৪ডটকম