শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > মানবতার কল্যানে নিজেকে উৎসর্গ করার মাঝেই প্রকৃত সুখ: এমপি মনোরঞ্জন শীল গোপাল

মানবতার কল্যানে নিজেকে উৎসর্গ করার মাঝেই প্রকৃত সুখ: এমপি মনোরঞ্জন শীল গোপাল

শেয়ার করুন

খায়রুন নাহার বহ্নি
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মানুষ বেচে থাকে তার কর্মের মধ্য দিয়ে এবং এ ক্ষেত্রে মানবিক চেতনাবোধ থেকে মনের বিকাশ ঘটাতে পারলে মানুষ অমর হয়ে থাকতে পারে। মানবতার কল্যানে নিজেকে উৎসর্গ করার মাধ্যমেই প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়।
তিনি ৪ জানুয়ারী শনিবার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে পশ্চিম ভোগডোমা কালীতলা মহাশ্মশান ঘাটের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
পাল্টাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম ফিরোজ আলম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।
এর আগে পাল্টাপুর ইউনিয়নে ২৬লাখ টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ঘোড়াবান্দ ডাংগা পাড়া মোড় হতে দক্ষিণপাড়া মোড় ভায়া ডা. আব্দুর রহমান পাড়া পর্যন্ত এইচবিবি ৪৯০ মিটার রাস্তা ভিত্তি প্রস্তর উদ্বোধন ও পাল্টাপুর ইউনিয়নে ১৯ লাখ টাকা ব্যয়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে নয়ন মেম্বারের বাড়ির পশ্চিমে বিন্যা কান্দর ইহসানুল হক সাহেবের জমির কোনায় ২৪ ফুট দৈর্ঘ্যের ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি গোপাল।