শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মানবতাবিরোধী অপরাধ মএ সাবেক আওয়ামী লীগ নেতা মোবারকের রায় সোমবার

মানবতাবিরোধী অপরাধ মএ সাবেক আওয়ামী লীগ নেতা মোবারকের রায় সোমবার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মামলার রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনালের কার্যতালিকায় এসেছে।

বিধি অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সোমবার এ মামলার রায় ঘোষণা হতে পারে।
এর আগে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২ জুন এ রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রেখে আদেশ দেয়।
মোবারকের বিরুদ্ধে ’৭১-এ মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, অপহরণ, আটক ও নির্যাতনসহ মানবতাবিরোধী ৪ ধরনের অপরাধে ৫টি অভিযোগ আনা হয়েছে। গত বছরের ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
গত বছরের ১২ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গত বছরের ১৬ মে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়।
এর আগে গত বছরের ২০ মে মোবারক হোসেনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
প্রসিকিউশনের পক্ষে ১২ জন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন- মামলার আইও শ্যামল চৌধুরী, মুক্তিযোদ্ধা দারুল ইসলাম, শহীদ আব্দুল খালেকের মেয়ে খোদেজা বেগম ও ছেলে রফিকুল ইসলাম, মো. খাদেম হোসেন খান, আলী আকবর, মো. আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা ননী গোপাল মল্লিক, আব্দুস সামাদ, শহীদজায়া ভানু বিবি, আব্দুল হামিদ এবং ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুলের সুপারিনটেনডেন্ট চমন সিকান্দার জুলকারনাইন। গত বছরের ২৫ নভেম্বর প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্যগ্রহণ ও সাক্ষীকে আসামীপক্ষের জেরা শেষ হয়।
এ মামলায় আসামী মোবারক হোসেন নিজে ও তার বড় ছেলে মোহাম্মদ আসাদ উদ্দিন সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। পরে তাদের জেরা করে প্রসিকিউশন।