বিনোদন ডেস্ক ॥ বয়স ৪৬। তাতে কী। মাধুরী দীক্ষিতের সেই ভুবন ভুলানো হাসি, আত্মবিশ্বাস, এখনো আগের মতোই। এবছর মুক্তি পাওয়া ‘দেড় ইশকিয়া’ ছবিটি সফলতার মুখ না দেখলেও মনোবল হারাননি তিনি। এখনো পুরোদমে কাজ করে যাচ্ছেন মাধুরী।
বলিউডের নারী তারকাদের অভিনয়জীবন বেশি দিন হয় না। সমসাময়িক অভিনেতারা নিজেদের অবস্থান ঠিকই ধরে রাখতে পারলেও নারী অভিনেতারা তা পারেন না। বিয়ের পর কিংবা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে পুরোদমে শোবিজ জগতও ছেড়ে দেন। তবে ‘বলিউডে নারীরা কম আয়ুসম্পন্ন হন’- এমন দাবি মানতে রাজি নন মাধুরী।
মাধুরী বলেন, “বয়স আমার কাছে শুধুই একটা সংখ্যা। তোমার বয়স ১০, ২০ কিংবা ১০০ হলেও মেধা সমান থাকবে। আমি মনে করি বয়সের সঙ্গে মেধা আরো শাণিত হতে থাকে। আর বিবাহিত অভিনেত্রীর সম্পর্কে আমাদের সমাজে যে মিথ্যা প্রচলিত আছে, তাতেও আমি বিশ্বাস করি না।”