রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > মাদক ভাগবাটোয়ারা নিয়ে দু’গ্রুপের দ্বন্ধে নিহত ৪

মাদক ভাগবাটোয়ারা নিয়ে দু’গ্রুপের দ্বন্ধে নিহত ৪

শেয়ার করুন

ওসমান আল হুমাম
জেলা প্রতিনিধি ॥
কক্সবাজার: টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকায় মাদক পাচারকারী দুই গ্র“পের মধ্যে মাদক ভাগবাটোয়ারা নিয়ে গোলাগুলিতে চারজন নিহত হয়েছে।

মঙ্গলবার ভোররাত চারটার দিকে টেকনাফ হোয়াইক্যং এর পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অস্ত্র, গুলি ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

নিহত মাদক কারবারীরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পশ্চিম সাতঘরিয়া পাড়ার বাসিন্দা আব্দুস সালামের সন্তান নাছির (২৩), টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব মহেষখালীয়া পাড়ার বাসিন্দা মৃত হাকিম মিয়ার সন্তান আনোয়ার (২৪), হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘড়িয়া পাড়ার বাসিন্দা মৃত নূর মোহাম্মদের সন্তান ইসমাইল (২৫), হোয়াইক্যং ইউনিয়নের আমতলীর বাসিন্দা আব্দুল মালেকের পুত্র আনোয়ার হোসেন (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, দুই দল মাদক কারবারীদের মধ্যে ইয়াবার লেনদেন নিয়ে গোলাগুলির ঘটনায় চার মাদক কারবারি নিহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ পৌঁছালে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় তৈরি এলজি অস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ৫০ হাজার ইয়াবা সহ চারজন গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। পরে গুলিবিদ্ধ ব্যক্তিদের টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ডিসেম্বর মাসের মধ্যে মাদক পাচার জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি আমরা। তদন্ত পূর্বক এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসময় মাদক ব্যবসায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।