রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মাত্র পাওয়া, সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাত্র পাওয়া, সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৩

শেয়ার করুন

গত ৩ জুন দুপুরে আসামের যোরহাট থেকে ভারতীয় বিমানবাহিনীর আন্তোনভ ৩২ বিমানটি ১৩ জন আরোহী নিয়ে আকাশে উঠেছিল অরুণাচল প্রদেশের মেচুকাতে যাওয়ার জন্য। ওই পথটুকু পেরোতে এক ঘন্টাও লাগে না। কিন্তু ওড়ার আধ ঘণ্টার মধ্যেই বিমানটির সঙ্গে

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের।রাশিয়ায় তৈরি এই সামরিক পরিবহন বিমানটির শক্ত পোক্ত বলে সুনাম আছে। ওই পথে সেটি আগে বহুবার যাতায়াত করেছে। যান্ত্রিক গোলযোগ হতে পারে ভেবে সেদিন থেকেই তল্লাশি শুরু হয়। বিমান বাহিনীর বেশ কিছু বিমান,

হেলিকপ্টার ও পদাতিক সেনা আট দিন ধরে গোটা অঞ্চল চষে ফেলে। খাড়া পাহাড় আর ঘন অরণ্যের জন্য তল্লাশি অভিযান খুবই কঠিন ছিল। শেষ পর্যন্ত অরুণাচলের দুর্গম পাহাড়ের ১২ হাজার ফুট ওপরে চিন সীমান্ত ঘেঁষা একটি জায়গায় বিমানটির ধ্বংসাবশেষ

খুঁজে পাওয়া যায়।ভারতীয় বিমান বাহিনীর আট জন পর্বতারোহী আজ কোনও মতে সেখানে পৌঁছাতে পেরেছেন। তাঁরা জানিয়েছেন, ১৩ জন আরোহীর কেউই বেঁচে নেই। বিমান ভেঙে পড়ার কারণ জানতে আরও কিছু সময় লাগবে।

এবার ঈদে মুক্তি পাওয়া তিন ছবির মধ্যে এখন পর্যন্ত আলোচনা ও সমালোচনার মুখে রয়েছে শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবিটি। সিনেমাটি নিয়ে চলছে নানা বিতর্ক। দক্ষিণ কোরিয়ান নির্মাতা চ্যাং পরিচালিত ‘দ্য টার্গেট’ এর বেশকিছু অংশের সঙ্গে মিলে যায় পাসওয়ার্ড ছবির গল্প ও দৃশ্য। আর এমন মিল থাকায় সমালোচনার মুখে পড়েছে ছবিটি।ছবিটির নির্মাতা মালেক আফসারী ছবি মুক্তির আগে ঘোষণা দেন যে, ‘পাসওয়ার্ড’ এর সঙ্গে অন্য কোনো ছবির মিল পেলে তাকে তিনি ১০ লাখ টাকা দেবেন! এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। অনেকে কোরিয়ান ছবির অংশ শেয়ার করে নানান মন্তব্য করছেন।এরপর গত মঙ্গলবার নির্মাতা তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘পাসওয়ার্ড’ সিনেমার গল্প যে নকল তা আমি জানতাম না।’ তিনি আরও লিখেন, ‘এর জন্য আমি দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আমি এক কথার মানুষ, ১০ লাখ টাকা দিবো বলেছি, অবশ্যই দিবো। আর আমি এই মুহূর্তেই চলচ্চিত্র থেকে অবসরের ঘোষণা দিলাম।’ কিন্তু স্ট্যাটাসটি কিছুক্ষণ পরই তিনি মুছে ফেলেন। তবে এই তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকে।পাসওয়ার্ড এর বিরুদ্ধে নকলের অভিযোগ নিয়ে ছবির প্রযোজক ও নায়ক শাকিব খান বলেন, ‘আমার ছবিটি দর্শকরা পছন্দ করছে। ছবি দেখার পর অনেকেই প্রশংসা করছে। দেশের মানুষ ভাল কাজ চায়। কাজ ভালো হলে সেটা সবাই দেখে।’তিনি আরও বলেন, ‘শুধু সিঙ্গেল স্ক্রিন না, মাল্টিপ্লেক্সেও ছবিটি ভালো চলছে। পাসওয়ার্ড ছবিতে ইমন ও আমি দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি। বুবলীর সঙ্গে রোমান্টিক সংলাপ, গানসহ নানান দৃশ্য কি কোরিয়ান ওই ছবিতে ছিল?’ ‘দুই-একটা দৃশ্য যেকোনো ছবির সঙ্গে মিলতে পারে। কথা বলা সহজ কিন্তু কাজ করাটা কঠিন। তাই কাজটা ঠিকমতো করে যেতে চাই।’শাকিব খানের এসকে ফিল্মস প্রযোজিত এ ছবিতে শাকিব ছাড়াও আরও অভিনয় করেছেন বুবলী, মিশা সওদাগর, ইমন, অমিত হাসান, ডন প্রমুখ।