শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > মাঝ আকাশে ১৫০ যাত্রীসহ ভারতীয় বিমানকে বাঁচাল পাকিস্তান

মাঝ আকাশে ১৫০ যাত্রীসহ ভারতীয় বিমানকে বাঁচাল পাকিস্তান

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনা বিরাজ করছে। কিন্তু এমন পরিস্থিতিতেও পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহায়তায় ভারতীয় একটি বিমানের ১৫০ জন আরোহী প্রাণে বেঁচে গেছেন।

বৃহস্পতিবার ভারতের জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে যাত্রা করেছিল একটি যাত্রাবাহী বিমান। সে সময় জরুরি মুহূর্তে ওই বিমানটিকে সাহায্য করেছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিমানটি করাচির ওপর দিয়ে যাচ্ছিল। সে সময় বজ্রপাত হচ্ছিল। এ কারণে বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে ৩৪ হাজার ফুট উচ্চতায় নেমে আসে। সঙ্গে সঙ্গেই বিমানের পাইলট কাছাকাছি বিমানবন্দরে জরুরি বিপদ সংকেত পাঠায়।

ওই বিপদ সংকেত পেয়ে সাথে সাথেই সাড়া দেয় ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর পাইলটকে পাকিস্তানের আকাশসীমা দিয়ে বাকি পথ পাড়ি দেয়ার নির্দেশ দেয়া হয়। ফলে বিমানটি ১৫০ যাত্রী নিয়ে নিরাপদেই যাত্রা শেষ করতে পেরেছে।