রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > মাগুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাগুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেয়ার করুন

ইমরুল হক
জেলা প্রতিনিধি ॥
মাগুরাঃ মাগুরায় যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২ টা ১মিনিটে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও জেলা জাজশীপ।

এরপর পুলিশ সুপার খাঁন মোহাম্মদ রেজওয়ানসহ জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), জেলা ছাত্রদল, যুবদল, মাগুরা প্রেসক্লাব, জেলা জাতীয় পার্টি, জাসদ, জেলা আইনজীবী সমিতি, সরকারী, বেসরকারি কার্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা এনজিও ফোরামসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন ।

এরপর শুক্রবার সকাল ৭টায় জেলা প্রাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে প্রভাত ফেরি বের হয়। শহর প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। প্রভাতফেরি’র র‌্যালীতে অংশ নেয় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।

শহীদ মিনার চত্বরে সকালে আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এছাড়া সকাল ১০টায় সৈয়দ আতর আলী গণগগ্রন্থাগারে জেলা একাডেমীর আয়োজনে শিশুদের আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।