স্টাফ রিপোর্টার ॥ মহাজোট ছাড়ার ঘোষণা দিলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আমি এ মুহূর্ত থেকে মহাজোট থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। ’
সোমবার দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির বনানীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
একই সঙ্গে তিনি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি বলেন, ‘আমি নির্বাচনে যাচ্ছি ক্ষমতায় আসার জন্য, কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়। নির্বাচনে না গেলে মানুষ রাজনীতিকদের ধিক্কার জানাবে।’
‘দেশে নির্বাচন অনুষ্ঠান ছাড়া এ মুহূর্তে আর কোনো উপায় নেই’- বলে মন্তব্য করেন এরশাদ। তিনি বলেন, ‘একটি স্বাধীন দেশ এভাবে চলতে পারে না। অচল হতে দেয়া যায় না। দেশে প্রতিদিন মানুষ মরছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ। গাড়ি জ্বলছে। এভাবে চলতে থাকলে দেশের রাজনীতিকদের ঘৃণা করবে।’
তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে তিনি বলেন, ‘আমি তত্ত্বাবধায়ক সরকার মানি না। কারণ কোনো তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতি সুবিচার করেনি। তাই আমরা কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার মানিনি এবং এখনো মানবো না।’
সর্বদলীয় সরকারের যোগ দেয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
খালেদা জিয়াকে উদ্দেশ করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পা এগিয়েছেন, আমিও এক পা এগিয়েছি। আপনিও এগিয়ে আসুন। সর্বদলীয় সরকারে অংশ নিন। আপনার প্রস্তাব থাকলে শর্ত দিয়ে তুলে ধরুন। আমার এ আকুল আবেদন আশা করি আপনি রাখবেন।’
উপস্থিত ছিলেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, জিয়াউদ্দিন বাবলু, কাজী ফিরোজ রশিদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ফয়সাল চিশতী প্রমুখ।