শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > মসুলে আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালাতে গিয়ে ৩২ ইরাকি নাগরিক নিহত

মসুলে আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালাতে গিয়ে ৩২ ইরাকি নাগরিক নিহত

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরাকের মসুলে আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে সোমবার নারী ও শিশুসহ ৩২ জন ইরাকি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মসুলের পুরনো শহরে আইএস-এর আত্মঘাতী ও সশস্ত্র হামলায় এসব নাগরিক নিহত হন। আনাদলু বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

ইরাকী নিরাপত্তা কর্মকর্তা আহমেদ কাসেম আল-ওবেইদির বরাত দিয়ে আনাদলুর খবরে বলা হয়, পুরনো মসুলের ঢাকা বারাকা এলাকায় বেসামরিক নাগরিকরা ইরাকি সরকারি বাহিনরি অবস্থানের দিকে যাওয়ার চেষ্টাকালে আইএস-এর দুজন অত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। হামলাকারীদের একজন ছিলো নারী।

বোমার আঘাতে ১০জন নারী, পাঁচটি শিশু ও আটজন পুরুষ নিহত হন। ইরাকি বাহিনী ওই নিহত নাগরিকদের লাশ সরিয়ে নিতে পারেনি কারণ জায়গাটি আইএসের বন্দুকের আওতার মধ্যেই রয়েছে।

এছাড়া মেক্কাবি এলাকায় আইএসের এক গাড়িবোমা হামলায় পলায়নপর নয়জন বেসামরিক নাগরিক নিহত হন।
এদিকে মসুলের দিকে অগ্রসরমান ইরাকি বাহিনীর অবস্থানের এলাকায় মার্কিন জোটের বিমান হামলায় ১৫জন ইরাকি পুলিশ সদস্য নিহত ও পাঁচজন আহত হন।