সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > মসলার দাম বাড়বে না, সরবরাহ থাকবে পর্যাপ্ত

মসলার দাম বাড়বে না, সরবরাহ থাকবে পর্যাপ্ত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন কোরবানীর ঈদে মসলাজাতীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাবে না এবং সরবরাহ পর্যাপ্ত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরীর।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এ কথা জানান তিনি।

‘মসলাজাতীয় পণ্যের মজুত ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং এর মূল্য স্বাভাবিক রয়েছে’ উল্লেখ করে সচিব বলেন, ‘কোরবানীর ঈদে এসব পণ্যের কোনো সঙ্কট হবে না এবং মূল্য বৃদ্ধি পাবে না।’

ঈদের সময় খুচরা বাজারে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে জন্য চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় ব্যবসায়ী নেতারা জানান, দেশের চাহিদা মত সব মসলা পর্যাপ্ত রয়েছে। যা ঈদের সময়েও থাকবে। সাম্প্রতিক সময়ে পিঁয়াজের দাম বাড়লেও তা বর্তমানে সাভাবিক রয়েছে, সামনে আরও কমবে।

মুর্তজা রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডব্লিউটিও এর মহাপরিচালক) অমিতাভ চক্রবর্তী, আমদানি ও রপ্তাননি প্রধান নিয়ন্ত্রক এমএ সবুর, অতিরিক্ত সচিব (আমদানি) মনোজ কুমার রায়, মসলা আমদানিকারক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, টিসিবি, টেরিফ কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতর, বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই  প্রতিনিধিরা।

এছাড়া আরও ছিলেন- পিয়াঁজ, রসুন, আদা, হলুদ, মরিচ, জিরা, এলাচ, দারুচিনিসহ সব মসলা জাতীয় পণ্যের আমদানিকারক, পাইকারী ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের নেতারা।