রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মসজিদ কমপ্লেক্স হবে সব জেলা-উপজেলায়

মসজিদ কমপ্লেক্স হবে সব জেলা-উপজেলায়

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : দেশের প্রতি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্য মতিউর রহমান।

মঙ্গলবার (২১ জুন) জাতীয় সংসদে এ কে এম মাঈনুল ইসলাম (কুড়িগ্রাম-৩) উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সকাল ১০টা ৪৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

মন্ত্রী বলেন, প্রতি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের স্থাপত্য নকশা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য করা হলে তিনি সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।

নকশা চূড়ান্ত হওয়ার পর একনেকে অনুমোদিত হলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। প্রকল্পের আওতায় দেশের প্রতি জেলা ও উপজেলায় একটি করে মসজিদ নির্মাণ করা হবে।

সানজিদা খানমের (মহিলা আসন-২৪) এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ জরিপ ২০০৮ অনুযায়ী, ঢাকা শহরের মসজিদের সংখ্যা ৫ হাজার ৭৭৬টি। কুয়েতের সহায়তায় চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কমপ্লেক্স পুনঃনির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

বিদেশি সহায়তা পাওয়া গেলে আরও মসজিদ নির্মাণের বিষয়টি বিচেচনা করা হবে বলেও জানান ধর্মমন্ত্রী।