বাংলাভূমি ডেস্ক ॥ সিরিয়ার প্রধান বিরোধী দল জানিয়েছে দামেস্কের পার্শ্ববর্তী এলাকার একটি মসজিদে ২০০ বেসামরিক নাগরিক আটকা পড়ে আছেন। বিদ্রোহী এবং আসাদ বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় তারা সেখানে আটকা পড়েছেন বলে রিপোর্টে জানা গেছে। সিরিয়ার কর্মীরা আরও জানিয়েছেন দামেস্কের তিনটি আলাদা এলাকাতে মর্টারের গোলার আঘাতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে সিরিয়ার আর্মি যখন দামেস্কের শেষ প্রান্তের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলা করে ঠিক তখনই মর্টার হামলাগুলো চালানো হয়।