আন্তর্র্জাতিক ডেস্ক ॥
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্ন ছুড়ে বলেছেন, চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত হলে আপনার এত ভয় কেন, তিনি কি লুটেরার রক্ষক?
শুক্রবার উত্তরবঙ্গের ময়নাগুড়ির এক সভায় এ প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।
মোদি বলেন, স্বাধীনতার পরে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী প্রতারক ও লুটেরাদের বাঁচাতে ধরনায় বসেছেন। গরিবের টাকা যারা লুট করেছে তাদের রক্ষক হতে চান কি তিনি?
তিনি বলেন, যিনি যতই ধরনা দিন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবেই। দুর্নীতিগ্রস্ত ও অভিযুক্তরাই শুধু মোদিকে ভয় পায়।
মোদি বলেন, ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে গান্ধীজি সত্যাগ্রহ করেছিলেন। নেতাজি বিদেশের মাটি থেকে লড়াই চালিয়েছিলেন ব্রিটিশকে উৎখাত করে স্বাধীনতা আনতে। আর বাংলার মুখ্যমন্ত্রী প্রতারণায় অভিযুক্তদের আড়াল করতে ধরনা দিচ্ছেন।