বিনোদন ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি তার পরবর্তী নতুন ছবির বিষয়ে অত্যন্ত উৎসাহী। মনিষ ঝা’র নতুন ছবিতে তিনি অভিনয় করবেন মফস্বল শহরের মেয়ের ভূমিকায়। খুব শিঘ্রই শুরু হবে ছবিটির শুটিংয়ের কাজ।
বুধবার একটি ফ্যাশন শোর প্রোগ্রামে অদিতি বলেন, এই ধরণের চরিত্র আমার কাছে একেবারেই নতুন। আমি এ ছবি প্রসঙ্গে আর কিছু বলতে চাচ্ছি না। এখন শুধু চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় আছি।
অদিতি আরও বলেন, আমার ‘ইয়ে শালি জিন্দেগি’ ছবির চরিত্র কিছুটা এ ধরণের ছিল। তবে আমি বেশীরভাগ ছবিতে শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এবার মফস্বল শহরের মেয়ের ভূমিকায় কাজ করার জন্য আমি বেশ উৎসাহী।
অদিতি রাও ‘রকস্টার’, ‘লন্ডন,প্যারিস,নিউ ইয়র্ক’, ‘মার্ডার থ্রি’ ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি অক্ষয় কুমার অভিনীত ‘বস’ ছবিতেও তাকে দেখা গেছে।