শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মন্ত্রী লতিফ সিদ্দিকীর অপসারণ প্রজ্ঞাপন প্রস্তুত!

মন্ত্রী লতিফ সিদ্দিকীর অপসারণ প্রজ্ঞাপন প্রস্তুত!

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মন্ত্রিসভা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীর অপসারণের প্রজ্ঞাপন প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন শুধু রাষ্ট্রপতি আব্দুল হামিদের সইয়ের অপেক্ষা।

এজন্য শনিবার সরকারি ছুটির দিন হওয়ার পরও মন্ত্রি পরিষদ বিভাগ খোলা রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা নিজে সকাল ১০টার মধ্যে সচিবালয়ে হাজির হয়েছেন।

তবে শনিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেছেন, এ কাজে অতো সময় লাগেনা, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফাইল আসবে, আমরা সামারি তৈরি করবো, রাষ্ট্রপতির কাছে ফাইল যাবে, সই হবে, প্রজ্ঞাপন জারি হবে।

আবদুল লতিফ সিদ্দিকী গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্রের টাঙ্গাইল জেলা সমিতির মতবিনিময় অনুষ্ঠানে ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কটূক্তি করেন।

এ নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। একইসময় যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিপরিষদ থেকে অপসারণ করা হবে বলে ঘোষণা দেন।

পরে প্রধানমন্ত্রী দেশে ফিরলেও রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ সচিব হজ পালনে সৌদিতে অবস্থান করায় ওই ঘোষণাটি বাস্তবায়ন করা যাচ্ছিল না। শুক্রবার রাতেই তারা দেশে ফিরেছেন।