শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মন্ত্রী ও নেতাদের এক বছরের কাজের মূল্যায়ন ॥ বিগত আমলনামা প্রধানমন্ত্রীর টেবিলে

মন্ত্রী ও নেতাদের এক বছরের কাজের মূল্যায়ন ॥ বিগত আমলনামা প্রধানমন্ত্রীর টেবিলে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : মন্ত্রী ও দলীয় নেতাদের আমলনামা মূল্যায়ন করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আগামী জানুয়ারিতে সরকারের এক বছর পূর্ণ হবে। এই বর্ষপূর্তি ও দলীয় কাউন্সিল সামনে রেখেই প্রধানমন্ত্রী আমলনামা মূল্যায়ন করছেন। বছরজুড়ে দফতর পরিচালনায় মন্ত্রীদের দক্ষতা এবং সাংগঠনিক কাজে নেতাদের নিষ্ঠা-একাগ্রতা-আন্তরিকতা ও ফলদায়ক উদ্যোগ মূল্যায়নের ভিত্তিতে দল এবং সরকারে শীঘ্রই তাদের অবস্থান নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী।জানা গেছে, মন্ত্রিসভায় রদবদল এনে দলের আগামী কাউন্সিলে নেতাদের মর্যাদা নির্ধারণ করা হবে। যে মন্ত্রীরা নিজ মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারেননি তাদের অনেকেই বাদ পড়বেন। ‘রদবদল ঘটলে আবার মন্ত্রী হওয়া যাবে’- প্রাক্তন মন্ত্রীদের এমন আশা পূরণের লক্ষণ দেখা যাচ্ছে না। বিগত মহাজোট সরকারের মন্ত্রী ছিলেন কিন্তু অদক্ষতা ও নানা অনিয়মের অভিযোগে নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পাননি তাদের জন্য ‘সুখবর’ না থাকার কারণ বাদপড়া এসব মন্ত্রীর জন্য ওই পাঁচ বছর যথেষ্ট সময় বলে মনে করছেন প্রধানমন্ত্রী। জানা গেছে, সরকারের এক বছর পূর্ণ হওয়ার আগেই মন্ত্রিসভায় রদবদল আসতে পারে।আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতেও পরিবর্তন আসবে। এখন চলছে আওয়ামী লীগের কাউন্সিলের প্রস্তুতি। ইতিমধ্যে সারা দেশে বিভিন্ন উপজেলা-জেলা পর্যায়ে সম্মেলন ও কাউন্সিল চলছে। জেলা ও উপজেলা পর্যায়ে সম্মেলন শেষ হলেই কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী এ রাজনৈতিক দলটির। এবারের কাউন্সিলেও দলের গুরুত্বপূর্ণ পদে আসার ক্ষেত্রে গত দুই বছর মেয়াদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যেসব নেতা দক্ষতা দেখাতে পারেননি, সংগঠনকে সংগঠিত করতে পারেননি, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে পারেননি- তারা গণহারে বাদ পড়বেন। সূত্র জানায়, বিগত মহাজোট সরকারের সময় যেভাবে মন্ত্রিসভায় শুদ্ধি অভিযান চালানো হয়েছিল, ঠিক একইভাবে দলের ক্ষেত্রে এবারের কাউন্সিলেও একই রকম ঘটনা ঘটবে।জানা গেছে, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। যে নেতারা ব্যবসা-বাণিজ্য নিয়ে খুবই ব্যস্ত তাদের প্রতি আগামী কাউন্সিল ‘প্রতিকারমূলক’ আচরণ করবে। বিতর্কিতরাও সামনে আসতে পারবেন না। এবার দলের নেতৃত্বে অনেক নতুন মুখ আসবে। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠন করা হবে কেন্দ্রীয় কমিটি। আর উপদেষ্টা পরিষদে থাকা দলের অনেক সিনিয়র নেতা আগামী কাউন্সিলে প্রেসিডিয়ামে আসবেন। একইভাবে প্রেসিডিয়াম থেকে বাদ পড়া অনেকেই স্থান পাবেন উপদেষ্টা পরিষদে।যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকীয় পরিষদসহ কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে যারা অর্থের বিনিময়ে কমিটি ও পদ-পদবি দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানায়, এ বিষয়ে অনেক নেতার তথ্য রয়েছে সভানেত্রীর টেবিলে।এদিকে শুধু মন্ত্রী বা দলীয় নেতাদের বিষয়েই নয়, বেশ কয়েকজন দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে কঠোর দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের মধ্যে পাঁচজন গডফাদার এবং আরও পাঁচজন বিতর্কিত সংসদ সদস্যের বিস্তারিত তথ্য-উপাত্তসহ ফাইল রয়েছে প্রধানমন্ত্রীর টেবিলে। তাদের বিষয়ে প্রধানমন্ত্রী একেবারে জিরো টলারেন্সে। এসব সংসদ সদস্যের ব্যাপারে আইনশৃঙ্খলাবাহিনীকে নিরপেক্ষ অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সম্পর্কে দুর্নীতি দমন কমিশনকেও (দুদক) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় একজন সংসদ সদস্যের বিরুদ্ধে নিজ দলের এক নেতাকে হত্যার অভিযোগও রয়েছে। এ বিষয়টি তদন্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, এই সংসদ সদস্যের ব্যাপারে প্রধানমন্ত্রীর অবস্থান খুবই কঠোর।

বিডি-প্রতিদিন