শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > মনিরামপুরে ২৫ দাখিল পরীক্ষার্থী নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

মনিরামপুরে ২৫ দাখিল পরীক্ষার্থী নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
যশোরের মনিরামপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ২৫ দাখিল পরীক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্যরা সাঁতরে পার হলেও মৌসুমি খাতুন নামে এক পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পারখাজুরা বাঁওড় পার হওয়ার সময় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

ঘটনার পর নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ৭টি জাল বাঁওড়ে নামানো হয়েছে। পাশাপাশি মনিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

নিখোঁজ মৌসুমি পারখাজুরা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছিল। সে একই গ্রামের আবদুর রশিদের মেয়ে।

পারখাজুরা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার একেএম সিফাতুল্লাহ জানান, উপজেলার রাজগঞ্জে কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে প্রতিদিনের মতো ২৫ শিক্ষার্থী পারখাজুরা থেকে নৌকায় নলতাঘাটে যাচ্ছিল। নৌকা বাঁওড়ের মাঝখানে পৌঁছালে হঠাৎ দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এ সময় ২৪ শিক্ষার্থী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও মৌসুমি উঠতে পারেনি। বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে বলে তিনি জানান।

কেন্দ্র সচিব মাও. জাহাঙ্গীর আলম জানান, আজ বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা হচ্ছে। নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ২২১৬২৮ রোল নম্বরধারী মৌসুমি খাতুন নামে একজন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ন কবীর জানান, তারা এখনও সন্ধান পাননি।

ইউএনও আহসান উল্লাহ শরিফী নিজে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জানিয়ে বলেন, নিখোঁজের সন্ধানে খুলনা থেকে প্রশিক্ষিত একটি ডুবুরি দল অংশ নিচ্ছে। এ ছাড়া নৌকাডুবির ঘটনায় তদন্ত করা হবে।