শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই’

‘মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘দেশে মধ্যবর্তী নির্বাচন কেন হবে? দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।’

রাজধানীর বনানীতে সোমবার সকালে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন,‘ জাতীয় চার নেতার হত্যাকারী যারা বিদেশে পলাতক রয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তাদেরও বিচারের আওতায় আনা হবে।’ তিনি বলেন, ‘১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও জেলহত্যা একই সূত্রে গাঁথা। এই ঘটনার খুনীরাও এক। এদের বিচার হবে।’
এর আগে ধানমন্ডিতে মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আশা করি, বর্তমান সরকারের সময়েই জেলহত্যা মামলার নিষ্পত্তি হবে। খুনীদের ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।’
জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন। এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, সহযোগী ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।