সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মঙ্গলবার বন্ধ গার্মেন্টস কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত

মঙ্গলবার বন্ধ গার্মেন্টস কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ গার্মেন্টস শ্রমিকদেরকে কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। এসময় মন্ত্রী আগামীকালের মধ্যে সকল বন্ধ গার্মেন্টস কারখানা খুলে দেয়ার জন্য মালিকদের অনুরোধ করেন।
সোমবার সচিবালয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিক এবং শ্রমিকদের অসন্তোষের জের ধরে সৃষ্ট পরিস্থিতিতে মালিক-শ্রমিক-সরকারের এক ত্রিপক্ষীয় বৈঠকে মন্ত্রী এই আহ্বান জানান।
বিভিন্ন গার্মেন্টসে সম্প্রতি যে অস্থিরতা চলছে তা উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে বলে অভিযোগ করেন নৌ-পরিবহন মন্ত্রী। এমনকি বিভিন্ন গার্মেন্টসে ভাঙচুরের সঙ্গে শ্রমিকরা জড়িত নয় বলে তিনি দাবি করেন।
বৈঠকে শ্রমিক নেতারা অবিলম্বে ন্যায্য মজুরী বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, মালিকরা যে ৬শ’ টাকা বৃদ্ধির প্রস্তাব করেছে তা শ্রমিকরা প্রত্যাখ্যান করেছে। এখন যদি ন্যায্য মজুরী দেয়া না হয় তাহলে শ্রমিকদের শান্ত করা কঠিন হয়ে পড়বে। এর জবাবে উপস্থিত বিজিএমএই নেতারা আলোচনা সাপেক্ষে ন্যায্য মজুরী নির্ধারনের প্রস্তাব করেন এবং শ্রমিকদের কাজে যোগ দেয়ার অনুরোধ জানান। বিজিএমইএ নেতৃবৃন্দ মঙ্গলবারের মধ্যে সব বন্ধ কারখানা খুলে দেয়ার দাবি জানান এবং আশুলিয়া, সাভার ও গাজীপুরে পর্যাপ্ত নিরাপত্তার জন্য বাড়তি পুলিশও র‌্যাব মোতায়েন করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। জবাবে নৌ পরিবহন মন্ত্রী নিরাপত্তা ব্যবস্থাগ গ্রহনের আশ্বাস দেন।
বৈঠকে শ্রমসচিব মিকাইল শিপার, সংসদ সদস্য ও সাবেক বিজিএমইএ সভাপতি টিপু মুন্সি, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি সালাম মুর্শেদীসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।