বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: সৌদি আরবের মক্কার উদ্দেশে ৪০৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে।
বুধবার সকাল ৭টা ৫ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের হজ ফ্লাইট (বিজি-১০১১) ঢাকা ত্যাগ করে।
এবছর ৯৮ হাজার ৭৫৭ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় বিমানে যাবেন মোট ১ হাজার ৫১০ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৯৭ হাজার ২৪৭ জন।
এবছর ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ইকোনোমিক ক্লাসে বিমান ভাড়া ১৫০০ মার্কিন ডলার। বিজনেস ক্লাসে বিমান ভাড়া ২৫০০ মার্কিন ডলার নির্ধারিত হয়েছে।
বাংলাদেশ বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল হাসনান জানান, ঢাকা থেকে জেদ্দা পৌঁছাতে আনুমানিক ৭ ঘণ্টা সময় লাগবে। এছাড়া ২ মাসব্যাপি হজ ফ্লাইট পরিচালনায় সিডিউল ফ্লাইটসহ মোট ২৭০টি ফ্লাইট পরিচালনা করা হবে। যার মধ্যে ২২৪টি শুধুমাত্র হজযাত্রী পরিবহন করবে। এছাড়া ৪৬টি সিডিউল ফ্লাইট থাকবে।
বুধবার ভোরে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজযাত্রীদের সাঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
এসময় রাশেদ খান মেনন জানান, হজ ফ্লাইট সিডিউল ঠিক রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি কোনোভাবেই সিডিউল বিপর্যয় হবে না।
ধর্মমন্ত্রী জানান, অন্যান্য বছরের মতো এবছরও হজযাত্রীরা নির্বিঘ্নে হজ পালন করতে পারবেন।
এদিকে দুপুর ১২টা ৫ মিনিটে দ্বিতীয় হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম