শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > মঈন খান প্রধান নির্বাচক

মঈন খান প্রধান নির্বাচক

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক ও উইকেটরক মঈন খান। গতকাল নতুন মেয়াদে প্রধান নির্বাচকের পদে মঈনের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাসিম এ পদে চুক্তি নবায়ন না করে দায়িত্ব থেকে সরে দাঁড়ান সমপ্রতি।  ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের সবচেয়ে সফল উইকেটরক মঈন খান। ক্যারিয়ারে পাকিস্তান দলের উইকেটের পেছনে ২১৯ ওয়ানডেতে মঈনের ডিসমিসাল সর্বাধিক ২৮৭। আর পাকিস্তেোনর টেস্ট পরিসংখ্যানেও উইকেটরক মঈন খান তৃতীয় সেরা। এতে ওয়াসিম বারী ও কামরান আকমলের নাম কেবল মঈন খানের আগে।  ৬৯ টেস্টে মঈনের ১৪৭ শিকার। ব্যাট হাতে মঈনের টেস্ট রান ২৭৪১। গতকাল প্রতিক্রিয়া জানাতে মঈন খান বলেন, জাতীয় দলের প্রধান নির্বাচকের পদে দায়িত্ব পাওয়াটা অনেক অনেক সম্মানের। অতীতে সাবেক গ্রেটদের এমন দায়িত্বে দেখেছি। এটা আমি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। আমি ২০১৫ বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই। আর এজন্য দেশজুড়ে প্রতিভাবান খেলোয়াড়দের খোঁজে নিজেকে ব্যস্ত রাখতে চাই প্রথমে। আমি এমন একদল খেলোয়াড় চাইবো যারা আগামী বিশ্বকাপকে চ্যালেঞ্জ হিসেবে  নেবে নিজেরাও।  মঈন খান পাকিস্তান দলের টেস্ট ক্যাপ অর্জন করেন ১৯৯০’র ওয়েস্ট ইন্ডিজ সফরে। আর অবসরে যান ২০০৪ এ।  পাকিস্তান দলে অধিনায়কের দায়িত্বে মঈনের ১৩ টেস্ট খেলার গর্ব। পাকিস্তান ক্রিকেট দলে প্রধান নির্বাচকের দায়িত্বটা এই মুহূর্তে আরিক অর্থেই চ্যালেঞ্জিং হওয়ার কথা। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি আসরে ্নিজেদের তিন ম্যাচেই পাকিস্তান দলের খেলা ছিল যাচ্ছে-তাই। ছন্নছাড়া ব্যাটিংয়ে তিন ম্যাচেই পাকিস্তানের ইনিংস থুবড়ে পড়তে দেখা যায় ১৫০ রানের আশপাশে।