রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ভয়াবহ অবস্থায় দেশের উত্তরাঞ্চল

ভয়াবহ অবস্থায় দেশের উত্তরাঞ্চল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দেশজুড়ে চলছে, মৃদু শৈত্য প্রবাহ। এতে উত্তরাঞ্চলের পরিস্থিতি আরও খারাপ। পঞ্চগড় ও লালমনিহাটে তিন বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছুয়েছে। যাতে ব্যাহত হচ্ছে, স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়াবিদরা বলছেন, এ অবস্থা থাকবে আরও কয়েকদিন। তবে, তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা নেই।

এ সময় তাপমাত্রা কম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু, পৌষের শেষে, মাঘে শুরুতেই হঠাৎ-ই কমেছে তাপমাত্রা। হিমালয় থেকে নেমে আসা ঠাণ্ডা বাতাসে আরো ভয়াবহ অবস্থা দেশের উত্তরাঞ্চলে।

পঞ্চগড় ও লালমনিহাটে তিন বছরের মধ্যে সবচেয়ে কম, ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এমন কনকনে শীতে ব্যহত হচ্ছে, স্বাভাবিক জীবন যাত্রা।

আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা তেমন একটা না কমলেও, শৈত্য প্রবাহ থাকবে, আরো কয়েক দিন।