স্টাপ রিপোর্টার ॥ বিরোধী দলীয় চীফ হুইফ জয়নাল আবদিন ফারুক বলেছেন, আওয়ামীলীগ নির্বাচনের ঘোষণা দিতে পারবে, কিন্তু ভোটেরবাক্স নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ পাবে না।
জনগণ তা প্রতিহত করবে। বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদ আয়োজিত ‘সংবাদ পত্রের স্বাধীনতা ও বিপন্ন গণতন্ত্র, মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, ‘জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। এজন্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে জনগণই এই নির্বাচন প্রত্যাখান করবে।’
বর্তমান সরকার গনমাধ্যমকে ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলেই সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট এর মতো গুণীজনদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। সরকার শুধু গণমাধ্যম নয় মানুষের হৃদয়ের স্পন্দনও বোঝে না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্র করে ফারুক বলেন, যদি স্বাধীনতার স্বপক্ষের শক্তি হয়ে থাকেন তাহলে জনগনের দাবী মেনে নিয়ে চলতি অধিবেশনেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূণবর্হালের বিল পাশ করে সংবিধানে যুক্ত করুন। তা নাহলে ঈদের পর সরকারকে টেনেহিঁচড়ে নামানোর কঠোর কর্মসূচি দেয়া হবে।
সংগঠনের আহ্বায়ক মো. রেজাউল কবির শিকদার রেজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো: রহমতুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম-মহাসচিব এম আব্দুল্লাহ এবং নাগরিক ফোরামের সভাপতি লায়ন মিয়া মো: আনোয়ার প্রমুখ।