আন্তর্জাতিক ডেস্ক ॥
ভেনেজুয়েলার একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় একটি কারাগারে ওই দাঙ্গার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রসিকিউটররা। খবর বিবিসির।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ একটি বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাজোনাস রাজ্যের রাজধানী পুয়েরতো আয়াকুকোর কারাগারে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েক ঘণ্টা ধরে তারা গোলাগুলির শব্দ শুনেছেন। তবে রাজ্যের গভর্নর লিবোরিও গুয়ারুলা এই ঘটনাকে গণহত্যা বলে উল্লেখ করেছেন।
স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, ওই সহিংসতায় ১৪ কর্মকর্তা আহত হয়েছেন। সহিংসতায় নিহত ৩৭ জনই কয়েদী।দাঙ্গার সময় কারাগারে ১০৫ জন কয়েদী ছিল।