শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ভেটেরান্স ডে’র সেনা প্যারেড ২০১৯ সাল পর্যন্ত স্থগিত করলেন ট্রাম্প

ভেটেরান্স ডে’র সেনা প্যারেড ২০১৯ সাল পর্যন্ত স্থগিত করলেন ট্রাম্প

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন সেনা প্যারেড ২০১৯ সাল পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের ১১ নভেম্বর ভেটেরান্স ডে উপলক্ষ্যে বার্ষিক ওই প্যারেড হওয়ার কথা ছিলো।

এক পেন্টাগন কর্মকর্তা জানান, এই বছর যুক্তরাষ্ট্রে দিবসটিতে সেনা প্যারেড আয়োজন করা হচ্ছে না। অন্তত একবছর তা পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জানানো হয়, এই প্যারেডটি আয়োজনে ৯০মিলিয়ন ডলার ব্যয় হতো। সাধারণের তুলনায় যা প্রায় তিনগুণ।

পেন্টাগন মুখপাত্র কর্নেল রব ম্যানিং এক বিবৃতিতে বলেন, সেনা প্যারেডটি দারুণ ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে হোয়াইট হাউস থেকে ক্যাপিটোল পর্যন্ত হওয়ার কথা ছিলো। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের বিভিন্ন অবদান তুলে ধরা হতো।হোয়াইট হাউস ও প্রতিরক্ষা দফতর ২০১৯ সালে এই বিষয়টি নিয়ে কাজ করতে চায়।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বন্ধ করার পর ভেবেছিলেন কিছু অর্থ সঞ্চয় হবে। বিবিসি