মোঃ আতোয়ার রহমান, ভূরুঙ্গামারী, (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভরতের ছড়া গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির সামন থেকে একই এলাকার মোস্তফার ছেলে মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে ১২ বোতল ভারতীয় বিদেশী মদসহ গ্রেফতার করে থানা পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে জুয়েল রানাকে ১২ বোতল ভারতীয় বিদেশী মদসহ গ্রেফতার করা হয়। এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।