শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ভুয়া সনদপত্র তৈরি, এবিইউ’র ২ কর্মকর্তার কারাদণ্ড

ভুয়া সনদপত্র তৈরি, এবিইউ’র ২ কর্মকর্তার কারাদণ্ড

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ভুয়া সার্টিফিকেট বানিয়ে ব্যবসা করার অভিযোগে আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটির (এবিইউ) দুই কর্মকর্তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মালিবাগের ডিআইটি রোড এলাকায় বিশ্ববিদ্যালয়টিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়টির অ্যাডমিশন এক্সিকিউটিভ মাকসুদা আক্তার (২৮) ও অতিরিক্ত রেজিস্ট্রার শাকিলা সুহাগান জেরিন (২৬)।

তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে ভুয়া সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র জব্দ করে র‌্যাব-৩।

অভিযানকালে র‌্যাবের এএসপি রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।