আন্তর্জাতিক ডেস্ক ॥
ভিয়েতনামের উত্তরাংশে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১২ জন।
সোমবার (২৫ জুন) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। শনিবার থেকে শুরু হওয়া অনবরত বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে দেশটিতে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের সবাই পাহাড়ি প্রদেশ লাই চু ও হা গিয়াংয়ের অধিবাসী। তারা আরও জানায়, বন্যা ও ভূমিধসে এ অঞ্চলের আরও পাঁচজন আহত হয়েছেন।
ভু ভ্যান লিয়াট নামে এক কর্মকর্তা জানান, লাই চু প্রদেশে বৃষ্টিপাত কমে গিয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম বলেও জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রায় ৩.৩২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘর, রাস্তা ও ফসলের ক্ষতি হয়েছে বেশি।
ভিয়েতনামে প্রত্যেক বছর প্রাকৃতিক দুর্যোগে কয়েকশ মানুষ মারা যান। সরকারি হিসাব অনুযায়ী, গত বছরে দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে ৩৮৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬৬৮ জন।