বাংলাভূমি ডেস্ক ॥
ঘূর্ণিঝড় প্রবণ ভাসান চরে স্থানান্তরিত করলে আরেকটি ‘নতুন সংকটে’ পড়বে রোহিঙ্গা শরণার্থীরা। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ‘হিউম্যান রাইটস কাউন্সিল’কে এসব কথা বলেন তিনি।
ইয়াংহি লি ‘হিউম্যান রাইটস কাউন্সিল’কে জানিয়েছেন সম্প্রতি ভাসান চরে গিয়েছিলেন তিনি।
তিনি জানান, বঙ্গোপসাগরের নিকটবর্তী দ্বীপটি ‘সত্যিই’ বাসযোগ্য এই বিষয়ে তিনি নিশ্চিত নন।
ইয়াংহি লির দাবি, শরণার্থীদের সম্মতি ছাড়া এই ‘ক্ষতিকর-পরিকল্পনা’য় স্থানান্তরের ফলে একটি নতুন সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
প্রসঙ্গত, বাংলাদেশ সরকার এসব শিবিরের ওপর থেকে চাপ কমানোর জন্য ভাসান চরে এক লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে।
সূত্র : আল-জাজিরা