শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস শুধুই আমাদের : জিএম কাদের

ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস শুধুই আমাদের : জিএম কাদের

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
মায়ের ভাষার জন্য জীবন দেয়ার অহংকারের ইতিহাস শুধুই আমাদেরই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘একুশের চেতনা আমাদের স্বাধিকার ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় অসীম অনুপ্রেরণা জুগিয়েছে। মহান স্বাধীনতা সংগ্রামে সাহস ও শক্তির অনন্য উৎস ছিল আমাদের গৌরবের ভাষা আন্দোলন।’

তিনি বলেন, ‘বাহান্নর ভাষা আন্দোলন সারা বিশ্বে ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিজয়ের প্রতীক হয়ে থাকবে। মায়ের ভাষার জন্য জীবন দেয়ার অহংকারের ইতিহাস শুধুই আমাদের। তাই বাহান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগের স্মৃতি বিজড়িত অমর একুশে, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।’

বিশ্বের সকল ভাষাভাষী জাতিগোষ্ঠীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। ভাষা আন্দোলনে মহান শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাও জানান তিনি।