বাংলাভূমি ডেস্ক ॥
কে ভাল আর কে নকল আমাদের মনের মধ্যে নিরন্তর এই প্রশ্ন চলে তাই না? যেমন ধরুন নতুন কারোর সঙ্গে আপনার আলাপ হল। আপনি ভাবলেন সে হয়তো আপনার বন্ধু হতে চায়। আপনি সেইভাবেই তার সঙ্গে মিশলেন। কিন্তু পরে সেই বন্ধুটাই আপনার পিঠে ছুরি মারলো।
অনেক সময় কারও ব্যবহারে আপনার মনে হয়, হয়ত সে আপনার বন্ধু হতে চায়। কিন্তু পরে বুঝতে পারলেন সে আসলে আপনাকে শুধুমাত্র ব্যবহার করার জন্য বন্ধুত্বের অভিনয় করেছে।
তাহলে প্রকৃত বন্ধু চিনবো কীভাবে?
সত্যি কথা বলতে এসব মানুষদের চেনা খুবই কঠিন। আপনি হয়তো যাকে ভাল বন্ধু ভাবলেন তাকে যখন সব থেকে বেশি দরকার সে হয়তো তখন আপনার পাশে দাঁড়ালো না। তাই এই ধরণের ব্যক্তিদের থেকে খুব সাবধান। এরা শুধুমাত্র নিজেদের কার্যোদ্ধারের জন্য আপনাকে ব্যবহার করবে। আপনি পরে বুঝতে পারবেন আপনাকে সে কীভাবে ব্যবহার করেছে। একই সঙ্গে বুঝতে পারবেন আপনি তাকে ভালো বন্ধু ভাবলেওূ সে কিন্তু কোনদিন অপনাকে বন্ধু ভাবে নি।
দেখে নিন সাধারণত যা দেখে একজন আসল এবং নকল বন্ধুর মধ্যে পার্থক্য বোঝা যায়ঃ
– যারা আপনার প্রকৃত বন্ধু তারা আপনাকে সাহায্য করবে। আর যারা আপনার প্রকৃত বন্ধু না, তারা পরে অন্যদের বলবে আপনাকে সে সাহায্য করতে চেয়েছিল কিন্তু পারলো না।
– প্রকৃত বন্ধু সব সময় আপনাকে দু‘হাত বাড়িয়ে নিজের বাড়িতে স্বাগত জানাবে। আর নকলরা সব সময় প্রমাণ করার চেষ্টা করবে সে আপনাকে কতটা ভালোবাসে।
– দুঃসময় প্রকৃত বন্ধু বার বার আপনার খোঁজ খবর নেবে। আর নকল বন্ধুরা কোনরকমে নিজের দায়িত্ব পালন করবে।
– ভাল বন্ধু সবসময় আপনার মানি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবে আর নকল বন্ধুরা কী করে মানিব্যাগের ভেতর ঢুকবে তার ফন্দি খুঁজবে।
– আপনার আপদ বিপদ যাই হোক না কেন, ভাল বন্ধুরা সারাক্ষন আপনার পাশে থাকবে। আর নকলরা তাদের সুবিধা মত আপনার পাশে থাকবে।
– আপনার সাফল্যে যে হিংসা করে না, তার মতো ভাল বন্ধু আর খুঁজে পাবেন না। কারণ, বন্ধুরাই সবার আগে হিংসা করে। যে ব্যতিক্রম, সে-ই প্রকৃত ভাল মানুষ।
– নকল বন্ধুরা আপনার পিঠে ছুরি মেরে আবার আপনাকেই প্রশ্ন করবে আপনার পিঠ থেকে রক্ত বেরোচ্ছে কেন?