স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এ দিন একে-অপরকে ভালোবেসে ফুল দেন, আসেন আরও কাছাকাছি। কিন্তু আগামী ১৪ ফেব্রুয়ারি একটু অন্যরকমভাবে পালনের আহ্বান জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি নগরবাসীকে আহ্বান জানালেন, নগরকে ভালোবেসে তারা যেন রাস্তায় নেমে রাস্তা পরিষ্কার করেন।
ভালোবাসা দিবসে তিনি সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ নগরবাসীকে নগর পরিষ্কারের কাজে রাস্তায় নেমে আসার আহ্বান জানান।
সাঈদ খোকন বলেন, ‘১৪ ফেব্রুয়ারি যেমন করে সবাই মা-বাবা পরিবার-পরিজনসহ প্রিয়জনকে ভালোবাসার জন্য উজাড় করে দেয়, ঠিক একইভাবে নগরীকে ভালোবেসে নগর পরিষ্কারে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছি। ১৪ ফেব্রুয়ারি হবে নগরীকে ভালোবাসার বহিঃপ্রকাশ।’
রোববার (২৭ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সভাকক্ষে আয়োজিত রাজধানীতে সেবাদানকারী ২৬টি প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।
নগরী পরিষ্কারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাদা শার্ট পরে সবাইকে অফিস করার আহ্বান জানান মেয়র। তবে কবে সাদা শার্ট পরতে হবে তার তারিখ পরে জানাব্নে তিনি।
মেয়র বলেন, ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে আমরা ব্যাপক সচেতনতা বাড়াতে চাই। এর পর সাদা শার্ট পরে একদিন অফিস করব।’