শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > ভালুকায় মানবাধিকারকর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ভালুকায় মানবাধিকারকর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন

ভালুকা প্রতিনিধি ॥
ময়মনসিংহঃ ভালুকায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সংস্থা (আইন সহায়তা কেন্দ্র) কেন্দ্রীয় সদস্য মারজিয়া শহীদ গাজীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ভালুকা উপজেলা পরিষদের সামনে গফরগাঁও সড়কে মানববন্ধন করা হয়।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার হবিরবাড়ি গ্রামের খন্দকারপাড়া মোড়ে নিজ বাড়িতে স্থানীয় সন্ত্রাসী আসাদ, শাহা, শারফুল, সোরহাব, আব্দুর রশিদ, আনোয়ারা ও মুর্শিদা খানমের নেতৃত্বে মারজিয়া শহীদ গাজীর উপর সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে আইন সহায়তা কেন্দ্র (আসক ফাউন্ডেশন) ভালুকা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আসক ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সুমন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নেপাল ধর, বাংলাদেশ মানবাধিকার কমিশন ভালুকা শাখার সভাপতি আফজাল হোসেন, ভালুকা আইন সহায়তা কেন্দ্রের সভাপতি আবুল কালাম আজাদ, ভালুকা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খান জুয়েল, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আইন উপদেষ্টা আমিনুল ইসলাম, ক্রাইস সার্চের রিপোর্টার বাদশাহ খান, ভালুকা রিপোর্টাস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ এমদাদুল্লাহ, মারজিয়া খাতুনের ছোট ভাই হাসেন আলী খন্দকার ও সাইজ উদ্দিন খন্দকার প্রমুখ।