রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ভারী বর্ষণ হতে পারে আজ

ভারী বর্ষণ হতে পারে আজ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু জায়গায় মাঝারি ধরনের বৃস্টি কিংবা বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের পশ্চিম বঙ্গোপসাগর ও এর উপকূলবর্তী এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় হতে পারে মাঝারি ধরণের বৃষ্টিপাত।
একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর এবং নৌ-বন্দর গুলোকে দুই নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরা নৌকা ও ট্রলার, উপকূলের কাছাকাছি থেকে চালানোর পরামর্শও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।