শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ভারত ৪ ওভারে ১৩/০

ভারত ৪ ওভারে ১৩/০

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ রোববার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৪.১ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান সংগ্রহ করেছে ভারত। ৮ রান করেছেন রোহিত শর্মা, ৮ রান এসেছে শিখর ধাওয়ানের ব্যাট থেকেও। মেলবোর্নের অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হচ্ছে ‘বি’ গ্রুপের হাইভোল্টেজ এই ম্যাচটি।

বিশ্বকাপে এর আগে উপমহাদেশের দল দুটি পাঁচটি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়। যেখানে প্রত্যেকটি ম্যাচেই জয় তুলে নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এবার পাকিস্তান কি পারবে আগের আসরগুলোর সেই ব্যর্থতা ঘোচাতে? নাকি আবারো শেষ হাসি হাসবে মহন্দ্রে ধোনির ভারত? আর কয়েক ঘণ্টা বাদেই এই প্রশ্নের উত্তর জানা যাবে।

মাঠে চূড়ান্ত ময়দানি লড়াইয়ের আগেই প্রতিপক্ষকে একটা চমক উপহার দিয়েছে পাকিস্তান। তারা কেবলমাত্র একজন নিয়মিত ওপেনার নিয়ে মাঠে নামছে। ইউনিস খানকে ওপেনার হিসেবে খেলাবে পাক টিম ম্যানেজম্যান্ট।

ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র ধোনি, রবিন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, উমেশ যাদব, মোহিত শর্মা ও মোহাম্মদ সামি।

পাকিস্তান দল: আহমেদ শেহজাদ, ইউনিস খান, হারিস সোহেল, মিসবাহ উল হক, শোয়েব মকসুদ, উমর আকমল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, সোহেল খান ও মোহাম্মদ ইরফান।